সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 08:42:50 pm, 2021-03-31 | দেখা হয়েছে: 14 বার।
নিউজ ডেস্ক : ট্রেনের টিকিট প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক সাময়িকভাবে এই নিয়ম জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বুধবার (৩১ মার্চ) রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম কেনা যাবে। আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়াও ট্রেনে ক্যাটারিং সেবা ও রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে।