সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 08:47:51 pm, 2021-03-31 | দেখা হয়েছে: 15 বার।
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যে হারে সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে গোটা শহরকে হাসপাতাল বানালেও রোগীর জায়গা হবে না।’ বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিপিএমসিএ অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘সংক্রমণের উৎস বন্ধ করতে হবে, এ জন্য জনগণের সহযোগিতা দরকার। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক পরতে হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঢাকার মহাখালী ডিএনসিসি হাসপাতালে ২৫০ বেড এসডিইউ ও ৫০ বেড আইসিইউসহ ১২০০ বেড হাসপাতাল রেডি হয়ে যাবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, এনআইসিভিডি, নিটোর, বার্ন ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালকে ১০০ করে বেড বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে আরও ১৫০০ বেড বাড়ানোর অনুরোধ করছি। মন্ত্রী আরও বলেন, সরকারি-বেসরকারি মিলে মোট ৪ হাজার বেড বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জেলা সদর হাসপাতালে সব ব্যবস্থা আছে। ঢাকায় ভিড় না করে সেখানকার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে মানুষকে অনুরোধ করছি।