সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 10:36:45 pm, 2021-03-31 | দেখা হয়েছে: 12 বার।
নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশের সব নির্বাচন স্থগিতের বিষয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি ইসির সভাকক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ মার্চ) সরকারের ১৮ নির্দেশনা জারির পর এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তে আসে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
যুগ্ম সচিব ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন বলেন, আমরা মন্ত্রণালয় থেকে চিঠি আসায় সোমবার (২৯ মার্চ) জরুরি বৈঠকে বসেছিলাম। কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে। ভোট হলে লক্ষ্মীপুর-২ আসনেরটা হতে পারে। আর ইউপি ও পৌরসভার ভোট স্থগিত হতে পারে। তবে সেটা ১ এপ্রিল বৈঠক করে সিদ্ধান্ত দেবে কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। গতবছরও করোনার কারণে বেশ কিছু নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আক্রান্তের দিক থেকে বুধবার (৩১ মার্চ) সব রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। দেশে এটি করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গত সাত মাসের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যু।