সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:43:26 am, 2021-04-02 | দেখা হয়েছে: 17 বার।
নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের ডাকা শুক্রবারের (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচিতে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার ৬টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়। এতে দুটি সিদ্ধান্তের কথা জানানো হয়। সেগুলো হলো- কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না এবং নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।