সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:57:32 am, 2021-04-06 | দেখা হয়েছে: 11 বার।
নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৮ লাখ ৭৩ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ কোটি ২৪ লাখ এবং সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৬৬ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৩ কোটি ২৪ লাখ দুই হাজার ৬৬৮ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৮ লাখ ৭৩ হাজার ২৪৭ জন। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৪৩৭ জন।