সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 11:33:05 am, 2021-04-06 | দেখা হয়েছে: 45 বার।
আন্তর্জাতিক ডেস্ক : বুথে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯০। কিন্তু ভোট পড়েছে ১৮১টি। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের আসামের বিধানসভা নির্বাচনে। যা নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে এনডিটিভ জানায়, ২ এপ্রিল দ্বিতীয় দফায় আসামের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায় রাজ্যের দিমা হাসাও জেলার হাফলং আসনের ১০৭(এ) খোথলির লোয়ার প্রাইমারি স্কুলের একটি বুথে পড়েছে ১৮১টি ভোট। যেখানে নিবন্ধিত ভোটার ৯০ জন। এ অস্বাভাবিক ঘটনায় ওই কেন্দ্রের ছয় পোলিং অফিসারকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ওই কেন্দ্রে পুনরায় ভোট নেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। তবে এ বিষয়ে এখনও কোনো সরকারি আদেশ জারি করা হয়নি। এ ঘটনা প্রকাশ্যে এলে তদন্তে নামে দেশটির নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে পোলিং অফিসাররা নিজেদের দোষ স্বীকার করে নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মূল বুথের পাশাপাশি সহায়ক বুথেও ভোট গণনা হওয়ায় এ ঘটনা ঘটেছে।