Image Not Found!
ঢাকা   ১৪ এপ্রিল ২০২১ | ১ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  টঙ্গীবাড়িতে প্রতারক চক্রের তিন সদস্য আটক। (2)        চাঁদ দেখা গেছে আগামীকাল বুধবার থেকে রোজা (2)        নকলায় হাজারধিক মাস্ক ও সাবান বিতরণ করলেন 'প্রস্ফুটিত শেরপুর' ফেইসবুক গ্রুপ (95)        জরুরী প্রয়োজনে যাতায়াতের নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে মুভমেন্ট পাস (3)        খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ইতালী শাখা (4)        আজ বিকেল তিনটা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন (2)        ইতালিতে প্রবাসী নারীদের আয়োজনে নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির তত্বাবধায়নে রোমের বিভিন্ন স্হানে বৈশাখ উদযাপন (4)        এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে যা বন্ধ থাকবে জেনে নিন (3)        রাজধানী ছাড়তে শুরু করেছে নিম্ন আয়ের মানুষ (2)        দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড (2)      

কেন্দ্রে ভোটার ৯০ জন ভোট পড়েছে ১৮১

আন্তর্জাতিক ডেস্ক : বুথে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯০। কিন্তু ভোট পড়েছে ১৮১টি। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের আসামের বিধানসভা নির্বাচনে। যা নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে এনডিটিভ জানায়, ২ এপ্রিল দ্বিতীয় দফায় আসামের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায় রাজ্যের দিমা হাসাও জেলার হাফলং আসনের ১০৭(এ) খোথলির লোয়ার প্রাইমারি স্কুলের একটি বুথে পড়েছে ১৮১টি ভোট। যেখানে নিবন্ধিত ভোটার ৯০ জন। এ অস্বাভাবিক ঘটনায় ওই কেন্দ্রের ছয় পোলিং অফিসারকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ওই কেন্দ্রে পুনরায় ভোট নেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। তবে এ বিষয়ে এখনও কোনো সরকারি আদেশ জারি করা হয়নি। এ ঘটনা প্রকাশ্যে এলে তদন্তে নামে দেশটির নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে পোলিং অফিসাররা নিজেদের দোষ স্বীকার করে নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মূল বুথের পাশাপাশি সহায়ক বুথেও ভোট গণনা হওয়ায় এ ঘটনা ঘটেছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!