সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:35:38 pm, 2021-04-06 | দেখা হয়েছে: 9 বার।
নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন সাত হাজার ২১৩ জন। যা দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন। নতুন ৬৬ জন নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৩৮৪ জন। এ ছাড়াও মোট শনাক্ত ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জন।