সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:41:14 pm, 2021-04-06 | দেখা হয়েছে: 9 বার।
২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে। এ নিয়ে বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৯৬ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৩ জনে। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত 'কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশন'-এর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৯৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৯২ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া তিনজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৪২৫ জনে দাঁড়িয়েছে। বিভাগটিতে নতুন শনাক্ত হওয়ার মধ্যে ৬৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জে দুইজন ও হবিগঞ্জে ১৬ জন শনাক্ত হয়েছেন। এ দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।