সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 05:46:44 pm, 2021-04-06 | দেখা হয়েছে: 12 বার।
নিউজ ডেস্ক : করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।
আদেশে বলা হয়, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এ ক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে। গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ায় পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশনা দেয়া হয়। সংক্রমণ কমতে থাকায় প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।