সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 08:46:46 am, 2021-04-09 | দেখা হয়েছে: 23 বার।
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সাতটি থানা, তদন্তকেন্দ্র ও পুলিশ ফাঁড়িগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। একই সঙ্গে প্রতিটি থানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল থেকে থানাগুলোতে প্রবেশ করতে হচ্ছে তল্লাশির মধ্য দিয়ে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হয়েছে। এসব কারণে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলার সাতটি থানা, তদন্তকেন্দ্র ও আটটি ফাঁড়িতে এলএমজি পোষ্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।