Image Not Found!
ঢাকা   বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার (95)        দাবী না মানলে ক্লাশ বর্জনের আল্টিমেটাম শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি (95)        শ্রীবরদীতে বিএনপি'র ৯ নেতাকর্মী আটক (95)        ভিসা নীতিতে আওয়ামীলীগ ভীতু নয় || আওয়ামীলীগ নেতা ছানোয়ার হোসেন ছানু (95)        আদিবাসী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে একজন আটক (95)        শেরপুরে লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার (95)        শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু (95)        নালিতাবাড়ীর ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মাঝে গরু গোখাদ‍্য ও উপকরণ প্রদান (95)        বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ (95)        শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত (95)      

মুভমেন্ট পাস : চিকিৎসকদেরও ছাড়ছে না পুলিশ

নিউজ ডেস্ক : পুলিশের আইজিপি বেনজির আহমেদের নির্দেশনা উপেক্ষা করে চিকিৎসকদের চলাচলে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ‘মুভমেন্ট পাস’ নেই কেন- এমন অজুহাতে পথচলায় বাধা দিচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী চিকিৎসক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশ প্রধান জানিয়েছিলেন, লকডাউন চলাকালে চিকিৎসক, সাংবাদিকসহ সরকারি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কোনো মুভমেন্ট পাস নিতে হবে না। ওই অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, ‘সাংবাদিকদের এই পাস নিতে হবে না। এছাড়া বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, পানি সরবরাহ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য অপসরণকারী সদস্যসহ এসব প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা জরুরি প্রয়োজনে বের হতে পারবেন।’ যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা রয়েছে।

পুলিশের আইজিপি বেনজির আহমেদের নির্দেশনা তৃণমূল পুলিশ মানছেন না অভিযোগ করে একজন ফেসবুকে লিখেন, ‘আজ সকালে আমাদের গাড়ি সাইনবোর্ডের একটু পরে থামায় এবং ৩০০০ টাকা জরিমানা করে। আমার হাসবেন্ডের সাথে তার কর্মস্থলের আইডি কার্ড ছিল। স্কয়ার হসপিটালের ট্রান্সপোর্ট অবশ্যই মুন্সীগন্জ আসবে না। আর হঠাৎ করে একটা অ্যাপ বানিয়ে বলল, নেন মুভমেন্ট পাস নামক সার্কাস নিয়া বাইর বের হবেন, যেখানে তাদের ওয়েবসাইটেই ঢোকাই যায় না। এমতাবস্থায় ডাক্তাররা কি সারাদিন ডিউটি বাদ দিয়ে পাস পাস খেলবে নাকি????’ আরেকটি পোস্টে এক চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কার্ড শো করে বারবার বলার পরেও আমাকে রিকশা নিয়ে আসতে দেয়নি। বাধ্য হয়ে হেটে কিছুদূর গিয়ে আরেকটা রিকশা নিতে হয়েছে। অফিস, আদালত, গার্মেন্টস খোলা রেখে রিকশায় চলাফেলা বাধা দেয়ার যুক্তি কি? আমরা কি পাখির মতো উড়ে উড়ে অফিস করবো?’ আরেকজন তার ফেসবুকে লিখেন, ‘কুর্মিটোলার ডাক্তার-নার্সদের গাড়ি দুই ঘণ্টা আটকে রেখেছে পুলিশ। মুভমেন্ট পাস নেই বলে। তাদের সামনে দিয়েই “প্রেস” লেখা সাংবাদিকদের গাড়ি চলে গেছে, তথাকথিত ফ্রন্টলাইনাররা চেয়ে চেয়ে দেখেছে।’