সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:56:40 pm, 2021-04-16 | দেখা হয়েছে: 9 বার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, জুবায়ের নামে হেফাজতের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, মাওলানা জুবায়ের আহমেদকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত নেতাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।