সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:18:25 pm, 2021-04-17 | দেখা হয়েছে: 12 বার।
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। গত তিন দিন ধরে সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে দেশটিতে। প্রতিনিয়তই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃত্যুর হার।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৩৪১ জন। একদিনে মৃত্যুর হিসেবে এটি ভারতে করোনা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশটিতে এক হাজার ২৯০ জনের মৃত্যু হয়।
দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে এক লাখ ৭৫ হাজার ৬৪৯ জন মানুষ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৬৯২ জন যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি। খবর : এনডিটিভি অনলাইন।
মার্চের মাঝামাঝি সময়েও দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ১০০-২০০ জনের মধ্যে। এপ্রিলের প্রথম দুদিনও তা ছিল ৫০০ জনের কম। আজ শনিবার (১৭ এপ্রিল) সে সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।