সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 10:28:32 pm, 2021-04-20 | দেখা হয়েছে: 11 বার।
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত ও হেফাজত একই মুদ্রার এপিঠ ওপিঠ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন শেষে হেফাজতের নৈরাজ্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, বিএনপি-জামায়াত মুখে মুখে মিথ্যাচার করে। জ্বালাও-পোড়াও ও দেশবিরোধী রাজনীতি করে। তাদের এসব মিথ্যাচারের জবাব অবশ্যই জনগণ দেবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আবদুর রাজ্জাকসহ অনেকে।