Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

ইতালীতে কসবা মানব কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ ব্যাপক উৎসাহ ও সংযমের মাধ্যমে মুসলিম উম্মাহ পালন করছেন পবিত্র রমজান। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে করোনা প্রাদুরভাবের মধ্যেও সল্প সংখ্যক প্রবাসীদের নিয়ে কসবা মানব কল্যাণ সমিতি ইতালীর উদ্যোগে ২০শে এপ্রিল মঙ্গলবার মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্ব সহ ব্রাহ্মণবাড়িয়ার কসবার সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি, কল্যাণ সহ করোনায় আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুননুর জামে মসজিদের ইমাম.... ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বশির আহমেদ, জালাল উদ্দিন, মনির ভূঁইয়া, মাওলানা মামুনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধায়নে ও সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাওসার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক রবিউল খান সহ সংগঠনের নেতৃবৃন্দের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, উপদেষ্টা শহিদুল্লাহ আক্তার সহ ব্রাহ্মণবাড়িয়া সকল থানা সমূহের সংগঠন, আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বাইতুর নূর জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম।

এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহ কসবা মানব কল্যান সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসের মাটিতে কসবা মানব কল্যান সমিতি ঐক্যবদ্ধ উল্লেখ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন এলাকার উন্নয়নে কাজ করে যাওয়াই মূল লক্ষ্য তাদের। এলাকার অবকাঠামো ঢেলে সাজিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে আগামীতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।

এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কসবার অসুস্থ সকলের সুস্থতা সহ আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান। এবং ইফতারে অংশগ্রহণকারী সকলকে ও বায়তুননুর জামে মসজিদের পরিচালনা কমিটির সবাইকে সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!