সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 09:51:41 am, 2021-04-25 | দেখা হয়েছে: 16 বার।
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালে আগুল লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১২ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। খবরে জানানো হয়েছে, শনিবার (২৪ এপ্রিল) রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকেই আগুন লেগে যায়। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিলেন। হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার (২৫ এপ্রিল) সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন প্রাণ হারান।