Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

ভারতে আট সিংহের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের হানায় বিপর্যস্ত ভারত। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দশা। এই পরিস্থিতিতে হায়দরাবাদের এক চিড়িয়াখানায় আটটি সিংহের করোনা শনাক্ত হওয়ার খবর জানা গেল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদের চিড়িয়াখানায় সিংহদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। সিংহগুলো থেকে নমুনা সংগ্রহ করে গত ২৪ মার্চ সরকারি একটি গবেষণা কেন্দ্রে পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, আটটি সিংহের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

দেশটির পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত বছর থেকে বিশ্বজুড়ে চিড়িয়াখানাগুলোতে যত প্রাণী করোনায় আক্রান্ত হয়েছে, সেগুলো থেকে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। করোনায় সিংহ আক্রান্ত হওয়ার পর হায়দরাবাদের নেহরু জ্যুওলোজিক্যাল পার্ক নামের চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভারতে টানা ১৩ দিন ধরে দৈনিক ৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকাল সোমবার দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৬৯৯। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮১ জন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!