সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 02:48:26 pm, 2021-05-15 | দেখা হয়েছে: 23 বার।
ইতালী নাপলি মহানগর আওয়ামী লীগের কমিটির কিছু কার্যকরী সদস্য নাপলি থেকে চাকুরি গত কারণে ইতালী বিভিন্ন শহরে চলে যাওয়ায় কিছু পদ খালি পড়ায় দলের স্বার্থে মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী বাচ্চু মাল ও সাধারণ সম্পাদক মিদুল দেওয়ানের সিদ্ধান্ত ক্রমে কিছু সদস্যকে দলের কার্যকরী কমিটিতে নিয়ে আসা হয় এতে নতুন কমিটিতে যারা আসেন তারা হলো সহ সভাপতি মাহামুদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোমোহাম্মদ জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক (২)এস এম কামাল হোসেন দপ্তর সম্পাদক রেজাউল মাতবর সোহেল রানা কে সদস্য করে কমিটি নতুন রুপে রূপান্তরিত করা হয়।
এ সময় উপস্থিত নাপলি কাম্পানীয়া আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী নাপলি মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী বাচ্চু মাল, সাধারণ সম্পাদক মিদুল দেওয়ান মোহাম্মদ জামাল হোসেন সহ-সাংগঠনিক এস এম হাদিউল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল মাতবর, জানে আলম প্রমুখ ।