Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

করোনাকালে ইতালী প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ করোনা পরিস্থিতিতে ইতালীসহ ইউরোপে বিভিন্ন দেশে ঈদুল ফিতর উপলক্ষে ভিন্ন প্রেক্ষাপটে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী নারীরা।করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে শনিবার রাজধানী রোমে নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির উদ্যোগে প্রবাসী নারীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী লায়লা শাহ, নার্গিস হাওলাদার, ফাতেমা কবির, সুলতানা নিগার মিতা, নাসরিন চৌধুরী, রওশন আরা, জাকিয়া উল্লাহ, সায়েরা বানু রানি, ফারিয়া আঁখি, দিনা ইসলাম, সনজিদা বাছের, মলিন তাহের, শিল্পী চৌধুরী, লিমা আক্তার, রিনা আক্তার সহআরো অনেকই।

অনুষ্ঠানে উপস্থিত নেত্রীরা গান,নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনমিলনী অনুষ্ঠানে। কোভিডের প্রভাবে প্রবাসে ঈদ আনন্দটা উপভোগ করতে পারছেননা বিগত দুই বছর থেকে। তবে এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানান উপস্থিত নেত্রীরা।

এছাড়াও তারা বৈশ্বিক এ মহামারি থেকে পৃথিবী দ্রুতই মুক্ত হবে এমনটাই আশা করেন। তারা বলেন, সবাই করোনা সতর্কতার কারণে এবার সাদামাটা ঈদ উদযাপন করলেও কোভিড জয়ের মধ্য দিয়ে আগামী বছর আবারও উৎসবের আমেজ নিয়ে ফিরবে ঈদ পূর্ণমিলনী এমনটাই প্রত্যাশা তাদের।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!