Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

চিত্রনায়িকা মৌসুমীর ছেলের রেস্তোরাঁ থেকে শিশাসহ ৬ জন আটক

নিউজ ডেস্ক: জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের মালিকানাধীন রেস্তোরাঁ থেকে নিষিদ্ধ মাদক শিশাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় গুলশানের ‘মন্টানা লাউঞ্জ’ নামক রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছে শিশা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ‘ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা সীসার উপকরণ পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।’

এ বিষয়ে অভিনেতা ওমর সানি বলেন, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে। যাদের পুলিশ ধরে নিয়েছে সেই ছয়জন কিন্তু নেহায়েত গরিব মানুষ, চাকরি করে খায়।’ তিনি বলেন, ‘রেস্তোরাঁটি মূলত খাবারের। তবে কিছু সময় শিশা সার্ভ করা হয়। শিশা আমার মেইন বিজনেস না। এটা থেকে আমার রিজিক চলে না। আমি আইনের সাথেই শতভাগ আছি। তবে, আমার প্রশ্ন গুলশানে কি শুধু একটাই লাউঞ্জ আছে? নামকরা শিশা লাউঞ্জগুলো পাঁচ-সাত বছর ধরে চলছে। আমার জানা মতে, বাংলাদেশে দুই থেকে তিনশ লাউঞ্জ আছে।’ এই অভিনেতা আরও বলেন, ‘পুরো বাংলাদেশে যদি আজকের মধ্যেই সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি অভিযান পরিচালনা করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!