Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

প্রবাসীদের আইনি জটিলতা সমাধানে আসিলিয়ায় বিডি আসিস্তেনছা রোমা ও সিএসএন ৯৪তম শাখা উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ রাজধানী রোমের অন্তর্ভুক্ত অঞ্চল আসিলিয়াতে নতুন এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

স্বত্বাধিকারী সৈয়দ আমিনুল ইসলামের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএন কাফ এর চেয়ারম্যান পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সারফারাজ দিন, রেসপনসাবিলে আব্দুল্লাহ আল কাফি। কাফ অপারেটর বুশরাসহ আরো অনেকে।

এক সংক্ষিপ্ত বক্তব্যে সিএসএন কাফের চেয়ারম্যান পলাশ হাওলাদার বলেন বাংলাদেশীদের পরিচালিত কাফ হওয়ায় অনেকেই মনে করেন আমরা শুধুমাত্র বাংলাদেশীদেরই সেবা দিয়ে থাকি কিন্ত আসলে আমরা বিভিন্ন দেশের অভিবাসীসহ স্থানীয়দেরও বিভিন্নভাবে সেবা প্রদান করি আমাদের কাফগুলির মাধ্যমে।

এসময় বিডি আসিস্তেনছা রোমার স্বত্বাধিকারী সৈয়দ আমিনুল ইসলাম বলেন, রোমের মূলকেন্দ্র থেকে কিছুটা দূরে হওয়ায় স্থানীয় প্রবাসীরা প্রতিষ্ঠানটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।

সিএসএনের মার্কেটিং ডিরেক্টর নিজেদের ৯৪ তম শাখা উদ্বোধন করতে পেরে আনন্দ প্রকাশ করেন, এবং তাদের মাধ্যমে ভাষাগত সমস্যায় থাকা প্রবাসীদের সঠিক সেবা প্রদানের আশা প্রকাশ করেন। পরিশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া পরিচালনা করেন স্থানীয় আসিলিয়া ইসলামিক সেন্টারের খতীব মোহাম্মদ হাফেজ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!