Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যার। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামের দুধু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টায় অনন্তপুর সীমান্তে আন্তজার্তিক মেইন ৯৪৬ এর সাব পিলার ৫ এস থেকে দুইশ গজ বাংলাদেশের অভ্যান্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২ টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পার্সপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।