Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)        ২৫ ড্রিমার নিয়ে নালিতাবাড়ীতে স্বপ্নসারথী দলের শুভযাত্রা (95)        নালিতাবাড়ীতে আপন চাচার বিরুদ্ধে স্ত্রী ধর্ষণচেষ্টার বিচার চাইলেন ভাতিজা (95)        নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত (95)      

ইতালির নাপলিতে জালালাবাদ এসোসিয়েশন নাপলির ঈদপুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দীর্ঘদিন লকডাউনে থাকার পর প্রবাসে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য ইতালির নাপোলিতে জালালাবাদ এসোসিয়েশন নাপোলির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে জালালাবাদ এসোসিয়েশন নাপোলির সদস্যবৃন্দদের স্বস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয় ।

প্রথম পর্বে রাজধানী রোম হতে আগত অতিথি দের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে কুশল বিনিময়ের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয়।

২য় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সরফ উদ্দিন এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আব্দুর শুক্কুর আব্দুল্লাহ, সিনিয়র সভাপতি গউছ উদ্দিন, সহ সভাপতি মিজান, সহ সভাপতি মুজিবুর, মহিলা বিযয়ক সম্পাদিকা নাদিরা খান, সাংগঠনিক দবির হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাছান, কোষাধক্ষ্য বুলবুল আহমেদ প্রমুখ। রোম হতে আগত বিশেষ অতিথি দের মধ্য হতে বক্তব্যে প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, বাংলাদেশ এসোসিয়েশন নাপলি সেন্টারের সভাপতি জয়নাল হাজারী,সহ সভাপতি শাব্বির আহাম্মদ,সহ সভাপতি আলী হোসেন, সহ সভাপতি আরমান উদ্দিন, সাধারণ সম্পাদক মকবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান উদ্দিন, সাংগঠনিক আরিফিন আহমদ, প্রচার সম্পাদক মিনহাজ, ক্রিড়া সম্পাদক মুন্না হোসেন প্রমুখ।

সকলেই শুকরিয়া জ্ঞাপন করেন এবং জালালাবাদ এসোসিয়েশন এর উত্তরাত্তর মঙ্গল কামনা করেণ।

৩য় পর্বে স্থানীয় শিল্পীদের তত্বাবধায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!