সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 10:06:20 am, 2021-05-26 | দেখা হয়েছে: 98 বার।
ইতালি থেকে এক বাংলাদেশীকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে ইতালির আদালত । গতকাল সোমবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী তা নিশ্চিত করেছেন । আজ বার্তা সংস্থা AP ও AFP জানায় গত অক্টোবর মাসে ইতালির উওরে Padua শহরের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে ইতালি পুলিশ ।
১৯ বছর বয়সি এই বাংলাদেশী একটি মসজিদে ইমামতি করতেন এবং শিশুদের ইসলামী শিক্ষা দিতেন । কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিলো সে শিশুদের বেত দিয়ে মারধর করতেন যা ইতালির আইন বিরোধী । গত দুই মাস তাকে ডিটেনশনে রেখে গতকাল আদালতে রায় দেয় তাকে দ্রুত ইতালি থেকে বহিস্কার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে এবং ইতালি পুলিশ তাই করছে ।
এই বাংলাদেশীর সাথে আফ্রিকার মরক্কোর ২৩ বছরের এক নাগরীককেও ইতালি থেকে বহিস্কারের আদেশ দেয়া হয় ।