Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৯ জুন ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড! (95)        নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় (95)        লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান (95)        শেরপুরে ভাষা সৈনিক আব্দুর রশীদ এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (95)        নালিতাবাড়ীর পাহাড়বাসী হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় (95)        নালিতাবাড়ী শিক্ষক সমিতি'র নির্বাচন || সভাপতি সুরুজ্জামান সম্পাদক মশিউর (95)        ঝিনাইগাতীতে মাদক বিরোধী র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত (95)        ঝিনাইগাতীতে মাদকসেবীকে ৪৫ দিনের কারাদন্ড ও অর্থদণ্ড (95)        বাজিতখিলা ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত (95)        নালিতাবাড়ীতে ২ ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত (95)      

অবিলম্বে জাতিসংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ‌‌‌|| শাহ মোঃ তাইফুর রহমান ছোটন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম ফিরিয়ে দিতে জাতি সংঘের প্রস্তাবিত আইনের বাস্তবায়নের লক্ষে সমাবেশ করেছে ইতালির মুসলিম কমিউনিটি।

গত ১০ মে থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বিশেষ করে উল্লেখ যোগ্য সংখ্যক নারী ও শিশু মারা যাওয়ায় বিশ্ব জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। পাশাপাশি বিশ্ব নেতাদের নানামুখী পদক্ষেপের ফলে যুদ্ধ বিরতি হয় তবে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭০ বছরের এই ধ্বংসযজ্ঞের অবসান চান এখন বিশ্ব নেতৃবৃন্দরা। আর এই কারণেই রাজধানী রোমে ২৮ মে শুক্রবার মুসলিম কমিউনিটি ইতালির আয়োজন করে সমাবেশ। যেখানে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার দাবী জানানো হয়েছে।

এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের নাগরিকরাও অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ অবিলম্বে জাতি সংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবিত পদক্ষেপের বাস্তবায়নে র লক্ষে কাজ করার আহ্বান জানান এবং যুুদ্ধ বিধ্বস্ত দেশটির জনগণকে সহযোগিতা করার ও দাবী জানান। সমাবেশে ইসরায়েলের এই ধরনের অমানবিক ও যুদ্ধভাবাপন্ন মানসিকতার জন্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!