সর্বশেষ সংবাদ
Freelance
প্রকাশিত: 12:29:24 am, 2021-02-09 | দেখা হয়েছে: 132 বার।
ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং শেরপুরে কিছু সংখ্যক বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এবি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং
পদের নাম:
ক্রমিক নং |
পদের নাম |
সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা |
০১ |
ক্যাশ অফিসার |
০১জন |
যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স সমমান পরিক্ষায় উত্তীর্ন এবং কম্পিউটার পশিক্ষন প্রাপ্ত পারদর্শি হতে হবে ।বেতন আলোচনা সাপেক্ষ। |
০২ |
একাউন্ট ওপেনিং অফিসার |
০২জন |
যে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স সমমান পরিক্ষায় উত্তীর্ন এবং কম্পিউটার পশিক্ষন প্রাপ্ত পারদর্শি হতে হবে ।বেতন আলোচনা সাপেক্ষ |
০৩ |
ফিল্ড অফিসার |
১০জন |
নুন্যতম/এইচ.এস.সি/অনার্স মাস্টার্স এবং ডিগ্রিধারী হতে হবে । বেতন-১০৫০০ টাকা
|
০৪ |
অফিস সহায়ক |
১জন |
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এস.এস.সি পরিক্ষায় উত্তীর্ন বেতন আলোচনা সাপেক্ষ ।
|
শর্তাবলীঃ
দরখাস্তের সাথে সংযুক্তঃ
ক)জীবন বৃত্তান্ত স্বহস্তে লিখিত আবেদন
খ) সকল পরীক্ষায় সাটিফিকেটের সত্যায়িত ফটোকপি
গ)সদ্যতোলা ৩কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
ঘ)জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
ঙ)অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
চ)বয়স ২২ থেকে ৩৫ বৎসর সকল জেলা সমূহের প্রার্থীগন আবেদন করতে পারবেন ।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
বরাবর,
ব্যবস্থাপক,
এবি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ,নয়আনী বাজার মরহুম আমজাদ চেয়ারম্যান মার্কেট ২য় তলা শেরপুর সদর ২১০০ ।