Image Not Found!
ঢাকা   ১৯ মে ২০২১ | ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ডেইলি শেরপুরে নিউজ দেখে ভিক্ষুক মারফত আলীর বাড়িতে ছুটে গেলেন চেয়ারম্যান রফিকুল (95)        নালিতাবাড়ীতে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন (95)        ভারতে এক দিনে ৫০ চিকিৎসকের মৃত্যু! (4)        প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র (94)        নালিতাবাড়ীতে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু (95)        শেরপুরে মৃগী নদীতে ডুবে কিশোরীর মৃত্যু (95)        শেরপুরে ৪হাজার টাকা দিতে না পারায় ভাগ্যে জুটেনি সরকারি ঘর (95)        ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত : সবচেয়ে খারাপ দিন দেখল গাজাবাসী (4)        আমাকেও গ্রেফতার করতে হবে- না হলে বের হব না : মমতা (4)        ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত। (94)      

শেরপুরে সমকাল সুহৃদ আয়োজনে এসডিডিএফ এর বিতর্ক প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধিঃ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সহযোগিতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ ফেব্রুয়ারী শনিবারে অনুষ্ঠিত হয় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১'। শেরপুর জেলার ৮ টি স্কুলের বিতর্ক দল এই উৎসবে অংশগ্রহণ করে। এসডিডিএফ এর সভাপতি সমকাল জেলা প্রতিনিধি, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর জেলার সাধারণ সম্পাদক, শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান।

সকালে উদ্বোধনী পর্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হাসনা হেনা, সমকাল সুহৃদ সমাবেশ শেরপুরের সভাপতি বরকত উল্লাহ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তারেক, মডেল গার্লস ইন্সটিটিউটের শিক্ষিকা আকলিমা আক্তার।

বিতর্ক উৎসবে বিচার হিসেবে দায়িত্ব পালন করেন, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শুভংকর সাহা, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি উম্মে রুমান লালন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক খন্দকার শাহরিয়ার সৌরভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক শান্ত। শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের ইমামুল হাসান তানভীর ও নাদভান নাভিদ সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। ফাইনালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই দুটি দলের সাথে সেমিফাইনালিস্ট ছিলো নবারুণ পাবলিক স্কুল ও মডেল গার্লস ইন্সটিটিউট।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী বিতর্ক দলের সদস্যরা ফটোসেশানে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, সারা বাংলাদেশে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে প্রতিবছরের মতো এবারো ৬৩ জেলায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১ গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে৷ সারা দেশের ৫২০ টি স্কুলের এক হাজার ৫১২ জন বিতার্কিক এতে অংশগ্রহণ করছে। ৮ বিভাগের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে৷ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে পরবর্তীতে আগামী ৯-১০ এপ্রিল ২০২১ তারিখে ঢাকায় চূড়ান্ত পর্ব সম্পন্ন হবে।